Saturday, September 30, 2017

Filled Under:

8:12 AM

22 May 2015 
জীবন আমাকে অনেক কিছু দিয়েছে,
কখনো কেঊ ভালোবেসে আগলে রেখেছে,
কখনো সেই ভালোবাসা আমাকে নিঃশেষ করেছে,
... কেওবা তার প্রয়োজনে ব্যাবহার করেছে।
কখনো বন্ধুরা অনেক সুখ দিয়েছে,
... আবার তাদেরই কেও আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে।
কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি।
কখনো কারো অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি।

জীবনে অনেক কিছু দেখেছি,
খুব প্রিয় মানুষের মৃত মুখ দেখেছি।
কারো মুখে হাসি ফুটিয়েছি।
তো কাওকে অনেক কষ্ট দিয়েছি।
দেনা পাওনার হিসেব এখন আর মিলাই না।
চাওয়া পাওয়ার হিসেব কসতে সাহস হয়না।
সব কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে,
শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা আমিকে ।

0 comments:

Post a Comment